৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের ওয়েব পোটালে আপনাকে স্বাগতম,  ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ চেয়ারম্যান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোবাইল নং- 01718756575 , ইউপি প্রশাসনিক কর্মকর্তা, মোঃ রাশেদ মিয়া, মোবাইল নং-01751-359698, হিসাব সহকারী- মোঃ জামিউল ইসলাম, মোবাইল নং- 01738-642430, সাদুল্লাপুর,গাইবান্ধা।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**এক নজরে ফরিদপুর**

কালের অতিত পেরিয়ে বর্তমানে সাদুল্যাপুর উপজেলার শ্রেষ্ট একটি ঐতিজ্যবাহী অনচল হল ফরিদপুন ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ফরিদপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধমীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে ফরিদপুর ইউনিয়ন তার নিজস্ব স্বকীয়তা বহন করে আগামী সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে।

 

ক। নাম- ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ।

খ। আয়তন-২১.৪৯ বর্গ কিঃমিঃ।

গ। লোক সংখ্যা- ৩২৪১৮ জন (প্রায়) ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী।

ঘ। গ্রামের সংখ্যা - ১৯ টি। ঙ। মৌজার সংখ্যা - ১৯ টি।

চ। হাট বাজারের সংখ্যা - হাট একটি (মীরপুর হাট), বাজার একটি ( ঘেগার বাজার), ছোট বাজার ৬টি, স মিল ৪টি, রাইচ মিল ৬টি, চিরার মিল ৩টি।

ছ। উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম - সিএনজি, অটো রিক্স, রিক্স, ভ্যানে আসা যায়।

জ। শিক্ষার হার - ৬৫% (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী) ঝ। শিক্ষা প্রতিষ্ঠান মোট - ৬৫ টি। সঃ প্রাথমিক বিদ্যালয় - ০৯টি, বেসঃ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ১২ টি, উচ্চ বিদ্যালয় ০৫ টি, মাদ্রাসা ০৮ টি, কলেজ ১ টি।

ঞ। দায়িত্বরত চেয়ারম্যান জনাব মোঃ নুর আজম মন্ডল (নীরব)।

ট। পর্যটন স্থান - নাই। ঠ। গুরুত্ব পূর্ণ ধর্মীয় স্থান -

ড। ইউপি ভবন স্থাপন কাল - ১৮-৬-২০০৩ ইং

ঢ। নব গঠিত পরিষদের বিবরণ -

১। শপথ গ্রহণের তারিখ - ১২-৯-২০১১ ইং

২। প্রথম সভার তারিখ - ১৫-৯-২০১১ ইং

৩। মেয়াদ উর্ত্তীনের তারিখ - ১১-৯-২০১৬ ইং

ণ । গ্রাম সমূহের নামঃ

১। ইসব পুর। ২।

কিশামত অনন্ত পুর।

৩। দড়িজামাল পুর।

৪। শেরপুর।

। বদল খাঁ।

৬। মহেশ পুর।

৭। মোলং বাজার।

৮। সাবেক তাজপুর।

৯। সাবেক জামাল পুৃর।

১০। দড়ি তাজপুর।

১১। চাঁদ করিম।

১২। ফরিদ পুর।

১৩। আলদাত পুর।

১৪। চক গোবিন্দ পুর।

১৫। উত্তর ফরিদ পুর।

১৬। নয়ান পুর।

১৭। বিষ্ণপুর। ১

৮। তাহের পুর।

১৯। মীরপুর।

ত। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাঃ

১। ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স - ১ টি।

২। পরিবার পরিকল্পনা ক্লিনিক - ১ টি।

৩। কমিউনিটি ক্লিনিক - ৩ টি।

থ। মৎসঃ মোট পুকুর - ২৭৫ টি।

সরকারী - ০২ টি। ব্যাক্তি গত মালিকানা - ২৭৩ টি।

 

দ। পশু সম্পদঃ

 

গরু মহিষঃ ৬,৮০৪ টি।

ছাগল ভেরাঃ ৫,২১২ টি।

হাস মুরগীঃ ১৮,০০০ টি।

 

ধ। কৃষিঃ

মোট জমির পরিমাণঃ ১,৯৬৩ হেক্টর। আবাদী জমির পরিমাণঃ ১,৯৬৩ হেক্টর। অনাবাদী জমির পরিমাণঃ নাই। পতিত জমির পরিমাণঃ নাই। একফসলি জমির পরিমাণঃ ১৫৮ হেক্টর। দুই ফসলি জমির পরিমাণঃ ১৪৩৩ হেক্টর। তিন ফসলি জমির পরিমাণঃ ৩৭২ হেক্টর। বার্ষিক খ্যাদ্য উৎপাদনঃ ৮৪.২৬ মেঃ টন। বার্ষিক খ্যাদ্য চাহিদাঃ ৪৯.০৩ মেঃ টন। বার্ষিক খ্যাদ্য উদ্বৃত্তঃ ৩৫.২২ মেঃ টন।

 

ন। সেচঃ

গভীর নলকুপঃ ১৮ টি, অগভীর নলকুপঃ ১৭৫ টি,

পাওয়ার টিলারঃ ২৭ টি।

 

প। যোগাযোগঃ

মোট রাস্তাঃ ৮২ কিঃ মিঃ, পাকা রাস্তাঃ ৮ কিঃ মিঃ, কাচা রাস্তাঃ ৭৪ কিঃ মিঃ।

 

ফ। অফিসঃ

ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স - ১ টি।

ইউনিয়ন পরিষদ ভবন পুরাতন - ২ টি।

ইউনিয়ন ভূমি অফিস - ১ টি। ডাকঘর - ২ টি।

কমিনিটি সেন্টার - ১ টি।

 

ব। ধর্মীয় প্রতিষ্ঠানঃ

মসজিদঃ ৬৪ টি।

ইদগাহ মাঠঃ ২৮ টি।

মাজারঃ ৭ টি।

মনদিরঃ ২২ টি।

শ্বশান ঘাটঃ ৭ টি।

 

ভ। জলমহালঃ

নদীঃ ১ টি।

নালাঃ ৪ টি।

বিলঃ ৭ টি।

ঘাটঃ ১ টি।

 

ম। বৃক্ষ রোপনঃ

৬ টি রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানেঃ ২৫,০০০, এবং ব্যাক্তি গত মালিকানায় আছেঃ ১,৮০,০০০ টি।

 

য। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ

শ্রমিকঃ ১৫৩ জন।

 

র। প্রাণী সম্পদঃ

 

কর্মচারী ঃ ০১ জন। সমাজসেবা কর্মচারীঃ ০১ জন।

উপসহঃ প্রকৌঃ ০১ জন।

 

ল। ইউনিয়ন পরিষদঃ চেয়ারম্যানঃ ০১ জন।

সংরক্ষিত মহিলা সদস্য ০৩ জন।

সাধারণ সদস্য ০৯ জন। সচিব ০১ জন।

দফাদার ০২ জন। মহল্লাদারঃ ০৮ জন।

শ। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রঃ উদ্দোক্তা ০২ জন।

ষ। পার্টটাইম কর্মচারীঃ ০২ জন। স। ঝাড়ুদারঃ ০১ জন।

হ। আনছার কমান্ডারঃ ০১ জন।

ড়। ভিডিপি কমান্ডারঃ ০১ জন।

 

ঢ়। কবর স্থানঃ

সরকারী : নাই।

ব্যাক্তি মালিকানাঃ ৪৫০ টি।